TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দৈত্যলোক ছেড়ে লক্ষ্মী এবার চললেন দেবতাদের অভিমুখে

বঙ্গ নিউস, ৩০ অক্টোবর, ২০২০ঃ  লক্ষ্মীদেবীর আবির্ভাব কোথায়? কী করে হল? সে এক দীর্ঘ কাহিনি। বিষ্ণুপুরাণে রয়েছে এই আবির্ভাবের কথা। সংক্ষেপে বরং সে গল্প শুনে নিই আমরা।
দুর্বাশা ঋষির তো খুব তেজ। জানি সকলেই। একবার ঋষিবরের সঙ্গে মুখোমুখি দেখা দেবরাজ ইন্দ্রের। দুর্বাশা ঋষি অত্যন্ত শ্রদ্ধাভরে দেবরাজকে প্রণাম করে এক অনন্যসুন্দর মালা তাঁকে উপহার দিলেন।
দেবরাজ করলেন কি, নিজে সে মালা গলায় না পরে, তাঁর বাহন ঐরাবতের কপালে জড়িয়ে দিলেন সেটি। ঐরাবত কি অতশত বোঝে? মালাটা সে শুঁড় দিয়ে খুলে নিয়ে ছুঁড়ে দিল পৃথিবীর দিকে।

আরও পড়ুন চলতি বছরেই মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন, ইঙ্গিত সেরাম ইন্সটিটিউটের

দুর্বাশা ঋষি এবার তো রেগে অগ্নিশর্মা। তাঁর মালাকে এমন তাচ্ছিল্য! দেবরাজের এতদূর দম্ভ! ক্রুদ্ধ দুর্বাশা অভিশাপ দিলেন—দেবলোক এবং ইন্দ্রশাসিত অন্যান্য লোকের দেব প্রাণী যক্ষ মানুষকুলের শান্তি শৌর্য সহ্য প্রেরণা শক্তি সব লোপ পাক। দৈবী গুণের বদলে পশুভাব গ্রাস করে নিক সব।
দেবরাজের অমরাবতী, তথা সুরাসুরলোকে এরপর সত্যিই সত্যিই নেমে এল ঘোর দুর্দিন। সর্বত্র মহা সঙ্কট দেখা দিল।
দেবরাজ কিছুতেই আর তাঁর লুপ্ত গৌরব পুনরুদ্ধার করে উঠতে পারছেন না।
কী করেন তবে?
শ্রীবিষ্ণুর শরণাপন্ন হলেন—হে প্রভু, রক্ষা করো।
শ্রীবিষ্ণু দেবরাজকে পরামর্শ দিলেন, সমুদ্র মন্থন করে অমৃত উঠলে পর, সেই অমৃত আস্বাদন করে দেবতারা আবার হারিয়ে যাওয়া সমস্ত দৈবী সত্তা ফিরে পাবেন।
সমুদ্র মন্থন পর্ব শুরু হল। পাতাললোকে অসুরকুলের বাস। সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে এল এবার তারা। অমৃতের অধিকার তাদের নেই নাকি!
আর অমৃতের ভাণ্ড হাতে পাতাল থেকে আবির্ভূত হলেন দেবী লক্ষ্মী স্বয়ং।
দেবীকে ঘিরে দেব-অসুরের বেঁধে গেল তুমুল লড়াই। অমৃত কার কাছে যাবে?

আরও পড়ুন এবার লাইফ সার্টিফিকেট পাবেন বাড়িতে বসেই

লক্ষ্মী কিন্তু বরণ করে নিলেন ভগবান বিষ্ণুকেই। অমৃতের অধিকারী হলেন দেবগণ। আর সমুদ্র মন্থনে যে গরল উঠে এসেছিল, তা একচুমুকে পান করে নিলেন মহেশ্বর। সেই গরল তাঁর কণ্ঠে এসে জমা রইল। তাই তাঁর কণ্ঠ অবধি বিষের নীল।
অমৃতের অধিকারী দেবগন এবার সগৌরবে দেবী লক্ষ্মীকে নিয়ে স্বর্গে ফিরলেন। প্রাণশক্তি এবং শ্রী আবার ফিরে এল দেবলোকে।
অসুরলোক হল শ্রীহীন।
সমুদ্র মন্থনের পর লক্ষ্মীদেবীর আবির্ভাব বলে তাঁকে সমুদ্রর কন্যাও বলা হয়।