Home দেশ চলতি বছরেই মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন, ইঙ্গিত সেরাম ইন্সটিটিউটের

চলতি বছরেই মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন, ইঙ্গিত সেরাম ইন্সটিটিউটের

by banganews

বঙ্গ নিউস, ৩০ অক্টোবর, ২০২০ঃ  করোনা নিয়ে সন্দিহান গোটা দেশ। কবে মিলবে এই মারণ ভাইরাস থেকে মুক্তি, সেই উত্তর খুঁজতে করোনা ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে ভারত বায়োটেক, সেরাম সহ তাবড় তাবড় সংস্থা। ভ্যাকসিন না বেরোলে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন না সাধারণ মানুষ। এসবের মধ্যেই আশার আলো দেখালেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা।

আরও পড়ুন করোনার কোপে জৌলুসহীন কাটোয়ার লক্ষীপুজো

তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই আসতে পারে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। পুনাওয়ালা আরও জানিয়েছেন এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলেই ডিসেম্বরের গোড়াতেই তা তৈরির প্রক্রিয়া শুরু হবে। সেরাম ইন্সটিটিউটের সিইও আরও ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১০ কোটি ডোজ তৈরি হয়ে যাবে। তবে সবটাই নির্ভর করছে ভ্যাকসিনের ট্রায়ালের রিপোর্টের উপর। ভ্যাকসিনটি সবুজ সংকেত পেলে জরুরি ভিত্তিতে লাইসেন্সের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে সেরাম ইন্সটিটিউটের, এমনটাই জানিয়েছেন আদার পুনাওয়ালা। ইতিমধ্যেই কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম দুটি পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে। মনে করা হচ্ছে, যেসব ভ্যাকসিন তৈরি হচ্ছে তাদের মধ্যে কোভিশিল্ড সবচেয়ে সক্ষম ও শক্তিশালী। তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট এলেই স্পষ্ট হবে সেই ধারণা সঠিক কি না।

You may also like

Leave a Reply!