TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা আক্রান্তের নিরিখে জার্মানিকে ছাড়িয়ে গেল ভারত

হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছুঁতে আর খুব বেশি বাকি নেই ভারতে। রবিবার সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৬,১৮৬। আক্রান্তের নিরিখে জার্মানিকে পিছনে ফেলেছে ভারত। জার্মানিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৮৩,৩৩২। আক্রান্তের বিচারে ভারতের স্থান আট নম্বরে। কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রক সুত্রে খবর ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮৩৮০ জন। মৃত্যু হয়েছে ৫২৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৮৮৭৬৯ জন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহানস)–‌এর নিউরোভাইরোলজি বিভাগের প্রধান ও কর্ণাটকের কোভিড–‌১৯ হেলথ টাস্ক ফোর্সের নোডাল অফিসার ভি রবি আগেই জানিয়েছেন এবার ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেবে। ভি রবির মতে গোষ্টী সংক্রমণ দেখা দিতে পারে।

ডিসেম্বরের মধ্যে ভারতের ৫০ শতাংশ মানুষের করোনা সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা করছেন নিউরোভাইরোলজি বিভাগের প্রধান ভি রবি। তবে আক্রান্তের ৯০ শতাংশ মানুষ জানতে পারেবেন না যে তারা আক্রান্ত। ১০ শতাংশ মানুষের চিকিৎসা লাগবে, তাঁর মধ্যে ৫ শতাংশ মানুষের অক্সিজেন ও ৫ শতাংশ মানুষের ভেন্টিলেশন লাগতে পারে, সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা বিশেষ বাড়বে না, এমনটাই মনে করছেন ভি রবি। তাঁর মতে মৃত্যুর হার ৩ থেকে ৪ শতাংশ হতে পারে। এখনও পর্যন্ত গুজরাটে মৃত্যুর হার ৬ শতাংশ। ভি রবি আরও জানিয়েছেন করোনা কে নিয়েই বাঁচতে শিখতে হবে মানুষকে। আগামী মার্চ অবধি অপেক্ষা করতে হবে মানুষকে। এর মধ্যেই মানুষ রপ্ত করে ফেলবে এই ভাইরাসের ধরন। এভাবে একদিনে ৮০০০ মানুষের আক্রান্ত চিন্তায় ফেলেছে চিকিৎসকমহল কে। লকডাউনের পঞ্চম দফায় কনটেন্টমেন্ট জোন ছাড়া সব ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। এতে সংক্রমণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।