হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছুঁতে আর খুব বেশি বাকি নেই ভারতে। রবিবার সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৬,১৮৬। আক্রান্তের নিরিখে জার্মানিকে পিছনে ফেলেছে ভারত। জার্মানিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৮৩,৩৩২। আক্রান্তের বিচারে ভারতের স্থান আট নম্বরে। কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রক সুত্রে খবর ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮৩৮০ জন। মৃত্যু হয়েছে ৫২৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৮৮৭৬৯ জন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহানস)–এর নিউরোভাইরোলজি বিভাগের প্রধান ও কর্ণাটকের কোভিড–১৯ হেলথ টাস্ক ফোর্সের নোডাল অফিসার ভি রবি আগেই জানিয়েছেন এবার ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেবে। ভি রবির মতে গোষ্টী সংক্রমণ দেখা দিতে পারে।
