TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কেমন হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিক ব্রত পালন

জন্মাষ্টমী হল কৃষ্ণের জন্মতিথি। বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আঞ্চলিক রীতি মেনে পালিত হয় জন্মাষ্টমী। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখনই জন্মাষ্টমী পালিত হয়। ইংরেজি ক্যালেন্ডারে অগাস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পড়ে এই উৎসব৷

কৃষ্ণ ছিলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। তিনি মথুরার যাদববংশের বৃষ্ণি গোত্রের মানুষ ছিলেন। বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব।

আরও পড়ুন সময় নিয়ে এগোতে চায় কোভ্যাক্সিন

এই উৎসব নানা ভাবে উদযাপন করা হয়। যেমন – ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণ লীলা, মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গান গাওয়া, উপবাস, দহি হান্ডি প্রভৃতি। রাসলীলা তে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়।