Home দেশ সময় নিয়ে এগোতে চায় কোভ্যাক্সিন

সময় নিয়ে এগোতে চায় কোভ্যাক্সিন

by banganews

কোনওরকম তাড়াহুড়ো করতে চায় না কোভ্যাক্সিন। সবরকম পরীক্ষানিরীক্ষার পর সর্বোচ্চ মানের প্রতিষেধক টিকা বাজারে নিয়ে আসার জন্য যতদিন সময় দিতে হয়, ততদিনই দেওয়া হবে। জানাল ভ্যাক্সিন প্রস্তুতকারক ভারতীয় সংস্থা।

ভারত বায়োটেকের চেয়ারম্যান ডা. কৃষ্ণ এলা বলেন, “দেশে দিন দিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আমাদের ওপর চাপ পড়ছে। কিন্তু এর ফলে আরও বেশি মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে চাই না।”

আরও পড়ুন :  করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার, রয়েছেন ভেন্টিলেশনে

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি প্রতিষেধক৭ কোভ্যাক্সিনের প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শেষ। বাকি আরও দুটো পর্যায়।
ভারত বায়োটেক-এর চেয়ারম্যান বলছেন—“আমাদের উপর এই ভ্যাকসিন দ্রুত তৈরি করার জন্য বড়সড় চাপ আসছে। কিন্তু আমাদের কাছে সুরক্ষা আর প্রতিষেধকের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল ভ্যাকসিন দিয়ে আরও মানুষের প্রাণ কেড়ে নিতে চাই না।”

You may also like

Leave a Reply!