TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফের হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ অগাস্ট ২০২০  :  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সোমবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। গত সপ্তাহেই তিনি করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। AIIMS এর তরফে মঙ্গলবার জানানো হয়, এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবসাদ ও বেদনা থাকায় তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে।

আরও পড়ুন :  পিএম কেয়ারস তহবিলের টাকা ট্রান্সফার নয়, নির্দেশ শীর্ষ আদালতের

দিল্লি AIIMS-এর মিডিয়া এন্ড প্রোটোকল ডিভিশনের চেয়ারপারসন ডক্টর আরতী ভিজ এদিন বলেন,”মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিগত ৩-৪ দিন ধরে সারা শরীরে ব্যথা এবং ক্লান্তি বোধ করেছেন, বর্তমানে তিনি কোভিড নেগেটিভ হলেও, করোনা পরবর্তী পর্যবেক্ষণের (Post Covid Care) জন্য তাকে AIIMS এ ভর্তি করা হয়েছে।”

আরও পড়ুন :  এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হবে চক্ষু পরীক্ষা

স্বরাষ্ট্রমন্ত্রী ২ অগাস্ট কোভিড পজিটিভ চিহ্নিত হন। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসার পর ১৪ অগাস্ট কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় ছাড়া পান তিনি। শাহ জানিয়েছিলেন তিনি ভাইরাস মুক্ত হওয়া সত্বেও কয়েকদিন আইসোলেশনে থাকবেন। বর্তমানে শারীরিক দুর্বলতার কারণে ফের হাসপাতালে ভর্তি হলেন তিনি।