Home দেশ অবশেষে করোনা মুক্ত অমিত শাহ

অবশেষে করোনা মুক্ত অমিত শাহ

by banganews

গুরুগ্রাম, ১৪ অগাস্ট: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই টুইট করে জানালেন, তিনি করোনা নেগেটিভ। তিনি লিখেছেন, আপাতত হোম আইসোলেশনে থাকবেন৷ গত ২ অগাস্ট করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অমিত শাহের। তারপর দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন । সেখানেই ১০-১২ দিন চিকিৎসা চলে৷ তারপর ফের তাঁর করোনা পরীক্ষা করা হলে শুক্রবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন স্বাধীনতা দিবসের প্রাক্কালে করোনা মুক্ত জেলা গড়ার লক্ষ্যে মন্ত্রী শুভেন্দু

অমিত শাহ বাড়িতে আইসোলেশনে থাকতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অন্য দিকে টুইটারে অমিত শাহ লিখেছেন, ‘‘আজ আমার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যাঁরা আমার ও আমার পরিবারের জন্য প্রার্থনা করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। চিকিৎসকদের পরামর্শ মতো আর কয়েকদিন নিভৃতবাসে থাকব।’’

মেদান্ত হাসপাতালের যে সব নার্স ও স্বাস্থ্যকর্মীরা তার চিকিৎসায় সহায়তা করেছেন, যাঁরা চিকিৎসা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ৷

আরও পড়ুন মহাত্মা গান্ধীর সাম্য ও সততার আদর্শই ভারতের মন্ত্র : রাষ্ট্রপতি কোবিন্দ

অমিত শাহের করোনা রিপোর্ট পজিটিভ আসার দিন দুয়েক আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের মত শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Reply!