TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলা প্রকল্পে সেরার মুকুটজয়ী বাংলা

বঙ্গ নিউস, ৯ সেপ্টেম্বর, ২০২০ঃ  আন্তর্জাতিক মঞ্চে আরও একবার বাংলার জয়জয়কার। ১৬০টি দেশের তরফে মোট ১৬০০টি প্রকল্পের মনোনয়ন জমা পড়েছিল। সেখানেই সেরার শিরোপা জিতে নিয়েছে বাংলার দুই প্রকল্প। একটি হল সবুজ সাথী আরেকটি উৎকর্ষ বাংলা৷ এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব দরবারে সমাদৃত হল রাজ্য সরকারের সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলা প্রকল্প৷

আরও পড়ুন ভারতীয় মহাকাশচারীর নামে স্পেসস্টেশন মহাকাশে – জানাল নাসা

রাষ্ট্রসংঘ এর কাছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প পেয়েছে সেরার পুরস্কার। ১৬০টি দেশের মধ্যে বিশ্বসেরার মুকুট উঠল বাংলার মাথায়। এই সাফল্যের কাণ্ডারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ সাথী রাজ্যজুড়ে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল প্রদানের প্রকল্প৷ এই প্রকল্প দু’টি চালু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল।

অন্যদিকে, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্প। একইসঙ্গে এই সফলতা তৃণমূল সরকারেরও প্রাপ্তি৷ উৎকর্ষ বাংলা প্রকল্পে রাজ্যের উদ্যোগে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী নিখরচায় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পেয়েছেন ও পাচ্ছেন।

আরও পড়ুন নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ

রাষ্ট্রসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি গত ৭ সেপ্টেম্বর ভারচুয়ালি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে।  বাংলার এই দুই ভাবনা সমাদৃত হয়েছে গোটা বিশ্বে৷   এর আগে ‘কন্যাশ্রী’ প্রকল্প পেয়েছিল সেরার সম্মান৷