Home কলকাতা বিধানসভায় প্রবেশের মুখে করোনা আক্রান্ত জলঙ্গির বিধায়ক, হোম কোয়ারেন্টাইনে সুজন চক্রবর্তী

বিধানসভায় প্রবেশের মুখে করোনা আক্রান্ত জলঙ্গির বিধায়ক, হোম কোয়ারেন্টাইনে সুজন চক্রবর্তী

by banganews

কলকাতা, ৯ সেপ্টেম্বর: করোনায় আক্রান্ত জলঙ্গির বিধায়ক আবদুর রেজ্জাক। বিধানসভায় ঢোকার আগে র‍্যাপিড অ্যান্টেজন টেস্টে ধরা পড়ে করোনায় আক্রান্ত বিধায়ক। এদিকে সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তীর গাড়ির চালক করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বিধায়ক।

আরও পড়ুন সবুজ সাথী এবং উৎকর্ষ বাংলা প্রকল্পে সেরার মুকুটজয়ী বাংলা

জানা গিয়েছে, রেজ্জাক নিজে কোভিড আক্রান্ত এই খবর জানা মাত্রই বিধানসভা ভবন ছেড়ে বিধায়ক হোস্টেলে চলে যান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বিধায়ককে রুবির কাছে একটি সরকারি সেফ হোমে পাঠানো হচ্ছে।

করোনা আক্রান্ত যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তীর গাড়ির চালক। গাড়ি চালকের সংস্পর্শে আসায় আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিধায়ক। তবে কোভিড পজিটিভ নন তিনি। মঙ্গলবার টুইটে নিজেই একথা জানান বাম বিধায়ক। বুধবারের বিধানসভার বাদল অধিবেশন-সহ অন্তত আগামী সাত দিনের কোনও কর্মসূচিতেই অংশ নেবেন না তিনি ।

You may also like

Leave a Reply!