TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাবাকে শেষবারের জন্য মাত্র ৩ মিনিট দেখতে দেওয়া হয় – মণিপুরের অঞ্জলিকে

ভারতবর্ষে করোনার আগ্রাসন ক্রমশ উর্ধ্বমুখী। করোনার সংক্রমনে মানুষ আতঙ্কিত। এই দুঃসময়ের মাঝেই মণিপুরের একটি দুঃখজনক ঘটনার কথা সামনে এসেছে। বাইশ বছর বয়সী কোভিড আক্রান্ত অঞ্জলি হেমাঙ্গতের বাবার মঙ্গলবার দীর্ঘদিন অসুস্থতার কারণে মৃত্যু হলে অঞ্জলিকে মণিপুরের ইম্ফলের এক কোয়ারেন্টিন সেন্টার থেকে তার বাড়ি কাঙ্গপোকিতে আনা হয়। বাবার সাথে কাটানো বাইশ বছরের স্মৃতিচারণ করে বাবাকে শেষদেখার জন্য অঞ্জলিকে মাত্র তিন মিনিট সময় দেওয়া হয়।

আরো পড়ুন – ভয়াবহ বিস্ফোরণঃ বিধ্বংসী আগুন গুজরাতের রাসায়নিক কারখানায়

করোনা শুধুমাত্র বাইরের পৃথিবী থেকেই আমাদের দূরে সরিয়ে রাখেনি, আমাদের খুব কাছের মানুষদের সাথেও দূরত্ব তৈরি করেছে। পরিবারের কারোর মৃত্যু সবার কাছেই খুব কষ্টকর। এইরকম একটি কষ্টের দৃশ্য আমাদের মন ভারাক্রান্ত করে তুলেছে। কোভিড আক্রান্ত এক মেয়ে বাবার কফিনের কাছে গিয়ে উঁকি দিয়ে বাবাকে শেষবারের মতো দেখল কিন্তু মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্যে মেয়েটির মা, পরিবারের সদস্যরা কেউই মেয়েটির কাছে যেতে পারলনা। ঘড়ি ধরে প্রাপ্ত তিন মিনিট সময় শেষ হতেই দায়িত্বপ্রাপ্ত ডাক্তারেরা অঞ্জলি পুনরায় চিকিৎসার জন্য নিয়ে চলে যান। অনুমতি পাওয়া গেলে অঞ্জলি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে,পিপিই কিট পরে বুধবার বাবার শেষকৃত্যে যোগদান করতে পারেন।

আরো পড়ুন – সঙ্গমেও দেখা যেতে পারে করোনা আতঙ্ক।