TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে ৫ বছরের জেল, নয়া আইন নিয়ে বিতর্ক

বঙ্গ নিউস, ২২ নভেম্বর, ২০২০ঃ  সংশোধনী অর্ডিন্যান্সে স্বাক্ষর করলেন রাজ্যপাল আরিফ মহম্মদ। তবে এই নয়া অর্ডিন্যান্স নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে, বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কোনো আপত্তিমূলক পোস্ট করলে সেই ব্যাক্তির পাঁচ বছরের জেল হতে পারে। এই আইন লাগু হলে বাক স্বাধীনতা এমনকি সংবাদমাধ্যমের স্বাধীনতা বিপন্ন হবে বলে দাবি করে বিরোধীরা।

আরও পড়ুন কর্মসূচী পরিবর্তন করে আজই বাঁকুড়ায় মমতা

তবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন কোনওভাবেই বাকস্বাধীনতা কিংবা পক্ষাপাতিত্বহীন সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবহৃত হবে না এই নয়া আইন। মহিলা এবং শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা সাইবার ক্রাইম রুখতে এই পদক্ষেপ কেরল সরকারের। সংশোধিত আইনের প্রস্তাব অনুযায়ী যে কোনও ব্যক্তি যে কারও বিরুদ্ধে মামলা রুজু করতে পারবেন। তাছাড়াও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে পারবে। এই আইনের ফলে পুলিশের ক্ষমতা বাড়ল বলেই মনে করা হচ্ছে। তবে এই আইনের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। তাদের মতে এই আইনের অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। এই আইনকে কাজে লাগিয়ে সরকার সমালোচকদের মুখ বন্ধ রাখতে চাইছে বলেই দাবি বিরোধীদের।