Home আবহাওয়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার

by banganews

বঙ্গ নিউস, ২৩ নভেম্বর,২০২০ঃ  তাপমাত্রার পারদ নিম্নগামী। হাড়কাপানো শীত পড়তে চলেছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, এরই মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ উপকূল বরাবর
আবার আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘নিভার’ (Cyclone Nivar)। ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ১০০ কিমি। উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা এবং তামিলনাড়ুতেও।

আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে ৫ বছরের জেল, নয়া আইন নিয়ে বিতর্ক

আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, বৃষ্টির হাত ধরেই বাংলায় ঠাণ্ডার প্রবেশ ঘটবে। সোমবার একলাফে অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রার পারদ।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে মূলত আবছা রোদ থাকবে৷

You may also like

Leave a Reply!