Home বঙ্গ কর্মসূচী পরিবর্তন করে আজই বাঁকুড়ায় মমতা

কর্মসূচী পরিবর্তন করে আজই বাঁকুড়ায় মমতা

by banganews

বাঁকুড়া, ২২ নভেম্বর, ২০২০ঃ শেষ মুহুর্তে জেলাসফর সূচিতে রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী আগামীকাল বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। পরিবর্তে আজই তিনি পৌঁছে গিয়েছেন বাঁকুড়া। বৃহস্পতিবার পর্যন্ত বাঁকুড়ায় থাকার কথা থাকলেও সূত্রের খবর বুধবার একটি জনসভা সেরে কলকাতায় ফিরতে পারেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া সফরের নতুন সূচী অনুযায়ী সোমবার দুপুর ১টা নাগাদ খাতড়ার সিধো-কানহো স্টেডিয়ামে জনসভা করবেন তিনি।

আরও পড়ুন ভারতীয় আকাশে পাক ড্রোন, বড় নাশকতার ছক

মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ বাঁকুড়ার রবীন্দ্রভবনে পর্যালোচনা বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা সূচী রয়েছে তাঁর। বুধবার বুধবার বাঁকুড়া ১ নং ব্লকের শুনুকপাহাড়ি হাট ময়দানে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সবমিলিয়ে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। শীতের আগে বাঁকুড়ায় মুকুট্মনিপুর সহ নানা জায়গায় পর্যটকের ভিড় রয়েছে, তাঁর সফরকালে যাতে পর্যটনের কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। জঙ্গলমহলে উনিশের লোকসভার ফল আশানুরুপ না হওয়ায় বিধানসভা নির্বাচনে বাড়তি নজর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এবার বাঁকুড়া সফরে গিয়ে জনসংযোগ আরও জোরদার করার কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Reply!