TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আমফানে মৃতের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী 

একবেলার ঝড়ে কার্যত স্তব্ধ হয়ে গেছে গোটা রাজ্য। ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান তছনছ করে দিয়েছে রাজ্যকে। এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি শহর থেকে শহরতলিতে। মাইলের পর মাইল এলাকা জলে ডুবে আছে। বিদ্যুৎ পরিষেবা এখনো বিঘ্নিত অনেক জায়গায়। কলকাতা শহরে একের পর এক গাছ উপড়ে গেছে। অনেক পুরোনো বাড়ির অংশ ভেঙে পড়েছে। নামখানা, কাকদ্বীপ, সাগরদীপ প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সাগরদীপে ৮০ শতাংশ মাটির বাড়ি ভেঙে পড়েছে। জল নেই, বিদ্যুৎ নেই অনেক জায়গায়। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ। সাগরদীপে ইতিমধ্যেই ত্রাণ পৌছানো হয়েছে নবান্নের উদ্যোগে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে পরিস্থিতি দেখে গেছেন।

আমফান কী জাতীয় বিপর্জয় ? কী বলছেন মুখ্যমন্ত্রী?

ঝড়ের দাপটে রাজ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই কঠিন সময় তিনি সাধারণ মানুষের পাশে আছেন। তিনি কেন্দ্রের সহযোগিতা চেয়েছেন  কাল পরিস্থিতি পর্যবেক্ষণ করে ১০০০ কোটি টাকা সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন “আমাদের এই মূহুর্তে কোনো আয় নেই তবুও আমরা অনেক কঠিন চ্যালেঞ্জ নিচ্ছি”। তার মতে কলকাতায় ১৫ জন মৃত ,  হাওড়াতে মৃত ৭ জন , উত্তর চব্বিশ পরগণায় মৃতের সংখ্যা ১৭ । পশ্চিম মেদেনীপুরে ৬ জন, দক্ষিণ চব্বিশ পরগণায় মৃতের সংখ্যা ১৮ এবং হুগলী জেলায় মৃত ২ জন।

আমফান এর পর আরও এক নতুন ঝড়ের সম্ভবনা! নাম নিসর্গ

সকলের কাছে তিনি অনুরোধ করেন এই পরিস্থিতিতে মানবিক হয়ে একসাথে কাজ করুন। এই কঠিন লড়াই আমাদের জিততেই হবে।