ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেজ লেনার্কিক বলেছেন, সাইক্লোনে ক্ষরিগ্রস্তদের প্রয়োজন মেটাতে অর্থ সাহায্য করবেন।
পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা বয়ে গেছে। অনেক দুর্যোগ, মহামারী সহ্য করেছে পশ্চিমবঙ্গ। কিন্তু সব দুর্যোগকেও ছাড়িয়ে গেছে গত তিনদিন আগে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান। কলকাতাসহ শহরতলিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। শহরে একের পর এক গাছ উপড়ে গেছে। ভেঙে পড়েছে লাইট পোস্ট, ট্রান্সফর্মার, এখনও বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়ে রয়েছে অনেক এলাকায়। জল নেই, মোবাইল পরিষেবা, ইন্টারনেট পরিষেবা সবই বন্ধ অনেক জায়গায়। তছনছ হয়ে রয়েছে শহর থেকে শহরতলি।
আমফানে মৃতের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ করে কাকদ্বীপ, নামখানা ও সাগরদীপে অবস্থা আরও শোচনীয়। অনেক কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে ত্রাণ পাঠিয়েছে সাগরদীপে। রাজ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
Dozens of people have lost their lives as #CycloneAmphan has come ashore southwest of Kolkata in eastern #India and is making its way further north-east towards #Bangladesh. The 🇪🇺 provides initial funding to support the immediate response. My statement👇https://t.co/xxAZrSubyx
— Janez Lenarčič (@JanezLenarcic) May 21, 2020
ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেজ লেনার্কিক বলেছেন সাইক্লোনে বিধ্বস্ত জনগনের এই মুহূর্তের প্রয়োজন মেটাতে তাঁরা সাহায্য করবেন। কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় তাঁরা সাহায্য করবেন ওডিশা এবং বাংলাদেশকেও।
সাইক্লোনের পাশাপাশি রাজ্যে করোনা প্রকোপও রয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যাতে কোনো স্বাস্থ্যকর্মী ,স্বেচ্ছাসেবকরা করোনা আক্রান্ত না হয়ে পড়ে সেই খেয়ালও রাখতে হবে। আর এই কারণে ভারতকে ৫ লাখ ইউরো অর্থসাহায্য করা হচ্ছে। আমফানে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জানেজ।