TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পুজোর আগে কৃষক ও মৎস্যজীবীদের ২ হাজার টাকা ভাতা রাজ্য সরকারের

কলকাতা, ১৩ সেপ্টেম্বর, ২০২০: বাংলার ষাটোর্ধ্ব মৎস্যজীবী এবং কৃষিজীবীদের জন্য সুখবর। করোনাকালে দুর্গাপুজোর কথা মাথায় রেখে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পুজোর অগ্রিম ভাতা হিসেবে প্রতি কৃষিজীবী এবং মৎস্যজীবীকে দু‘হাজার টাকা করে দেওয়া হবে। রবিবার এই তথ্য জানিয়েছেন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক।

আরও পড়ুন সাতবছরের শাস্তি থেকে মুক্তি পেলেন শ্রীসন্থ, ফিরবেন খেলায়

তিনি জানিয়েছেন, এই ভাতা আসলে দু‘মাসের, অক্টোবর এবং নভেম্বরের। অর্থাৎ নভেম্বরের ভাতা অগ্রিম দেওয়া হবে। ক্রমবর্ধমান আর্থিক চাপ এবং অন্যান্য অনিশ্চয়তার কথা মাথায় রেখেই প্রান্তিক মানুষদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। দু‘হাজার টাকার এই অগ্রিম ভাতায় আসন্ন দুর্গাপুজো মরশুমের কথা ভেবেই।
এই বাড়তি ভাতা দিতে সরকারের ২২ কোটি টাকা খরচা হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে ৮৭,৯১১ জন কৃষিজীবী এবং ২০,০০০ মৎস্যজীবীর ব্যাঙ্ক আ্যাকাউন্টে এই ভাতার টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।