Home খেলা সাতবছরের শাস্তি থেকে মুক্তি পেলেন শ্রীসন্থ, ফিরবেন খেলায়

সাতবছরের শাস্তি থেকে মুক্তি পেলেন শ্রীসন্থ, ফিরবেন খেলায়

by banganews

দিল্লি, ১৩ সেপ্টেম্বর, ২০২০: নিষেধাজ্ঞাজনিত শাস্তি থেকে মুক্তি পেলেন ভারতীয় পেসার এস শ্রীসন্থ। তাঁর সোশাল মিডিয়ায় শ্রীসন্থ নিজেই সাতবছরের নির্বাসন থেকে মুক্তির কথা ঘোষণা করেছেন।
স্পট ফিক্সিংয়ের অপরাধে এই অন্যতম সফল তারকা শ্রীসন্থের সাজা শেষ হল সম্প্রতি। এখনও তাঁর মধ্যে ৫-৭ বছর খেলার মতো ক্ষমতা অবশিষ্ট আছে বলে জানিয়েছেন এই ৩৭ বছরের তারকা নিজেই।

আরও পড়ুন সুশান্তকাণ্ডে বড় ব্রেক, একদিনে গ্রেপ্তার ৬

তাঁর সোশাল মিডিয়ায় শ্রীসন্থ লিখেছেন, এই খেলাটাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। শুধুমাত্র প্র্যাক্টিসের জন্যও একটানা বল করে পারেন এখনও। আর সেটাই তাঁর সবচেয়ে বড় ভালোলাগার জায়গা।
ঘরোয়া ক্রিকেটে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন শ্রীসন্থ। জানিয়েছেন, “যে দলেই আমি খেলি না কেন, নিজের সেরাটা দেব।”
শ্রীসন্থের পুরনো সতীর্থ সন্দীপ ওয়ারিয়র বলেছেন, “ওর সঙ্গে এর মধ্যে যোগাযোগ হয়নি ঠিকই। তবে আমার নিজের মনে হয়, শ্রীসন্থের ফিরে আসাটা সবচেয়ে সার্থক ফিরে আসা হবে। কারণ ওর নিষ্ঠা আর দক্ষতা দুটোই এখনও তুঙ্গে।”

আরও পড়ুন পছন্দের জিনিস চান? মাত্র একটাকা দিন

প্রসঙ্গত, তাঁর জাতীয় ক্রিকেট জীবনে দেশের হয়ে ২৭ টি টেস্ট এবং ৫৩ টি একদিনের ম্যাচ খেলেছেন শ্রীসন্থ। উইকেট নিয়েছেন যথাক্রমে ৮৭টি এবং ৭৫টি। টি ২০-তে ১০টি উইকেট নেওয়ার রেকর্ডও তাঁর আছে।

You may also like

Leave a Reply!