Home কলকাতা রাজ্যের পুরোহিতদের পাশে মুখ্যমন্ত্রী, চালু হচ্ছে মাসিক হাজার টাকা ভাতা

রাজ্যের পুরোহিতদের পাশে মুখ্যমন্ত্রী, চালু হচ্ছে মাসিক হাজার টাকা ভাতা

by banganews

কলকাতা, ১৪ সেপ্টেম্বর, ২০২০ঃ  পুজোর আগে পুরোহিতদের পাশে রাজ্য সরকার। রাজ্যের ৮০০০ জন পুরোহিতকে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সোমবার নবান্নে এক সংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান। পুজোর মাস থেকেই বরাদ্দ টাকা পাবেন পুরোহিতরা। আর্থিকভাবে পিছিয়ে পড়া পুরোহিতদের বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ারও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন পুজোর আগে কৃষক ও মৎস্যজীবীদের ২ হাজার টাকা ভাতা রাজ্য সরকারের

ইমাম ভাতা দেওয়া হলে পুরোহিত ভাতা কেন নয়? এই প্রশ্নে একাধিকবার তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে, একাধিক পুরোহিত সংগঠনও সরকারের কাছে এই দাবি জানিয়েছিল। সেই দাবি মেটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইমাম মোয়াজ্জেমদের মত পুরোহিতদের জন্যও ভাতা চালুর ঘোষণা করলেন।

প্রাক লকডাউন পর্বে কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে তৃণমূল আয়োজিত পুরোহিত সম্মেলনে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে পুরোহিতদের জন্য ভাতা অনুমোদনের চেষ্টা করবেন। স্বাস্থ্যসাথী সহ একাধিক পরিষেবার সুফল যাতে পুরোহিতরা পেতে পারেন সে বিষয়টি দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিন কোলাঘাটে একটি তীর্থক্ষেত্র স্থাপনের কথাও বলেন মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Reply!