TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শুভেন্দুকে রুখতে বড় দায়িত্ব পেলেন অখিল গিরির ছেলে

মেদিনীপুর, ৩ জানুয়ারি, ২০২১ঃ মেদিনীপুর অধিকারী গড় নামেই পরিচিত। তবে সেই গড়ে ভাঙন ধরেছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। ভাই সৌমেন্দু অধিকারীও যোগ দিয়েছেন বিজেপিতে। যদিও প্রবীণ সদস্য শিশির অধিকারী এখনও তৃণমূলের সাংসদ। কিন্তু অধিকারী পরিবার নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যে তিনি ক্ষুব্ধ।

আরও পড়ুন কীভাবে CoWIN অ্যাপে রেজিষ্ট্রেশন করবেন?

সুতরাং পরবর্তী পদক্ষেপ কি নেবেন শিশিরবাবু তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকে রুখতে বড় পদক্ষেপ নিল তৃণমূল। মেদিনীপুরে বরাবরই শুভেন্দু বিরোধী হিসাবে পরিচিত অখিল গিরি। এবার মেদিনীপুরের যুব সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হল অখিল পুত্র সুপ্রকাশ গিরির। শুভেন্দুর পদত্যাগের পর থেকে মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয় অখিল গিরিকে। এমনকি ৭ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দায়িত্বও দেওয়া হয় তাঁকেই। কিন্তু আচমকাই করোনা আক্রান্ত হয়ে পড়েন অখিল গিরি। সেইকারণে সভা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরের যুব তৃণমূলের সভাপতি ছিলেন পার্থসারথি মাইতি। তাঁকে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে যুব সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয় সুপ্রকাশ গিরির। তাঁর হাতে এই দায়িত্ব তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে অধিকারী গড়ে নিজেদের দাপট টিকিয়ে রাখতে গিরি পরিবারের উপর ভরসা করছে তৃণমূল।