Home স্বাস্থ্য কীভাবে CoWIN অ্যাপে রেজিষ্ট্রেশন করবেন?

কীভাবে CoWIN অ্যাপে রেজিষ্ট্রেশন করবেন?

by banganews

বঙ্গ নিউস, ৩ জানুয়ারি, ২০২১ঃ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে সরকার তিন ধাপে টিকা দেবে৷ প্রথমে ফ্রন্ট লাইন হেলথকেয়ার প্রফেশানালদের, তারপর জরুরি পরিষেবার যুক্ত মানুষদের তারপর সাধারণ মানুষ যাদের কঠিন শারীরিক ব্যধি রয়েছে৷ এরজন্য Co-Win অ্যাপের মাধ্যমে সেলফ রেজিস্ট্রেশন করাতেই হবে৷অনলাইনে রেজিস্ট্রেশনে -র পর বেনিফিশিয়ারিকে নিজের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে এসএমএস আসবে৷ তারিখ, ভ্যাকসিনেশনের সময় ও জায়গা জানানো হবে৷

আরও পড়ুন দুটি টিকাই ভারতে তৈরি, যা প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের : নরেন্দ্র মোদি

কীভাবে রেজিষ্ট্রেশন করবেন?

১২ টি ফটো আইডি কাজে লাগবে৷ এর মধ্যে যে কোনো একটি থাকতেই হবে৷
ভোটার কার্ড
আধার কার্ড
ড্রাইভিং লাইসেন্স
পাসপোর্ট
পেনশন ডকুমেন্ট এদের মধ্যে অন্যতম৷

Co-Win অ্যাপ ৫ টি মডিউল রয়েছে৷

প্রশাসনিক মডিউল,
রেজিস্ট্রেশন মডিউল,
ভ্যাকসিনেশন মডিউল,
স্বীকৃতি মডিউল
রিপোর্ট মডিউল৷

যাঁরা টিকা নিতে চান তারা রেজিস্ট্রেশন মডিউলে সমস্ত কিছুর বিবরণ দেবেন৷ ভ্যাকসিনেশন মডিউলে প্রদত্ত তথ্যের সত্যতা যাচাই করা হবে৷ স্বীকৃতি মডিউলে টিকাকরণের একটি সার্টিফিকেট দেওয়া হবে৷

এই অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে পাওয়া যাবে৷ তবে এই অ্যাপ এখনও লঞ্চ হয়নি৷

You may also like

Leave a Reply!