Home বঙ্গ শুভেন্দুকে নিয়ে কোনো কথা বলল না তৃণমূল শীর্ষ নেতৃত্ব

শুভেন্দুকে নিয়ে কোনো কথা বলল না তৃণমূল শীর্ষ নেতৃত্ব

by banganews

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা অব্যাহত। মন্ত্রীত্ব ছেড়েছেন আগেই, এখন তিনি শুধু খাতায় কলমে নন্দীগ্রামের বিধায়ক। তবে রাজনৈতিক জীবনে তাঁর পরবর্তী পদক্ষেপ কি সেই নিয়ে এখনও মুখ খোলেননি শুভেন্দু অধিকারী। বিজেপির অনেকেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে আসছে। মন্ত্রিত্ব ছাড়ার পর বেশ কয়েকটি অরাজনৈতিক সভাও করেন শুভেন্দু। কিন্তু এখনও তিনি জানাননি তাঁর রাজনৈতিক ভবিষ্যত। এই জল্পনার মধ্যে খঞ্চির সভা থেকে ব্রাত্য বসু দাবি করেছেন শুভেন্দু তৃণমূলেই আছে। তবে সব জল্পনাকে উস্কে দিয়েছে আজকের মেদিনীপুরের সভা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল মেদিনীপুরে। আমন্ত্রিত ছিলেন অধিকারী পরিবারও।কিন্তু আজকের সভায় গড়হাজির রয়ে গেলেন তমলুক কেন্দ্রের সাংসদ দিব্যেন্দ্যু অধিকারী ও কাথির সাংসদ শিশির অধিকারী ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

মমতার সভায় অনুপস্থিত শুভেন্দু

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রচার হয়ে গিয়েছিল আজকের জনসভায় মমতা শুভেন্দু এক মঞ্চে যা এই বিতর্কে জল ঢালবে বলেই আশা করেছিল রাজনৈতিক মহল কিন্তু অধিকারী পরিবারের অনুপস্থিতি কি নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো বাক্য ব্যয় করেননি তৃণমূল সুপ্রিমো। আজকের সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক ইস্যুকে হাতিয়ার করে আজকের সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে কোনো রাজনৈতিক ইঙ্গিতও দেননি তৃণমূল সুপ্রিমো। এদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য রাখছেন মেদিনীপুরের সভায় ঠিক তখনই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। অধিকারী পরিবারের কেউ আজকের সভায় না থাকায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে কি শুভেন্দুর পথেই হাটবেন দুই সাংসদ শিশির ও দিব্যেন্দ্যু অধিকারী। তবে সূত্রের খবর শিশির অধিকারীর পায়ে অস্ত্রোপচারের ফলে তিনি অসুস্থ আর দিব্যেন্দ্যু অধিকারী বিশেষ কাজে দিল্লি গিয়েছেন।

You may also like

Leave a Reply!