TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফের আদালতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, কিন্তু কেন?

কলকাতা, ১৬ সেপ্টেম্বর, ২০২০: বেপরোয়া গাড়ি চালানোর বলি হয়েছেন মডেল সোনিকা সিং চৌহান। গাড়ি অবশ্য তিনি চালাচ্ছিলেন না। স্টিয়ারিং ছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের হাতে। এ ঘটনা ২০১৭ সালের। তিনবছরের মাথায় হল চার্জগঠন।

আরও পড়ুন হিসেব নেই অনেক রোগীর, সমীক্ষায় জানাল আইসিএমআর

আলিপুর আদালতে বিক্রমের বিরুদ্ধে ৩০২ ধারা অর্থাৎ খুনের অভিযোগ বাদ দিয়ে নতুন করে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত মৃত্যুর চার্জ গঠন করা হয়েছে। এছাড়াও বেপরোয়া গাড়ি চালানো সহ-একাধিক ধারা দেওয়া হয়েছে। সূত্রের খবর, পুজোর পর শুরু হবে বিচার প্রক্রিয়া।
বিক্রমের বিরুদ্ধে পুলিশ প্রথমে ৩০৪ (এ) ধারায় গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের মতো জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে।
তবে পরবর্তীকালে সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ চট্টোপাধ্যায়ের দুর্ঘটনায় মৃত্যুর পরে সোনিকা প্রসঙ্গ টেনে শুরু হয় জোর সমালোচনা। কালিকার ড্রাইভারের জেল হয়। একই ধরনের অপরাধে দুজনের জন্য দুরকম বিচার কেন?

আরও পড়ুন মুম্বই পুরসভার কাছে কী চাইলেন কঙ্গনা?

এই বিতর্কের মধ্যেই যুক্ত হয় অনিচ্ছাকৃত খুনের ধারা। ঘটনার ৬৯ দিনের মাথায় পুলিশ বিক্রমকে গ্রেপ্তার করে। পরে অবশ্য তিনি জামিন পেয়ে যান।
অবশ্য আলিপুর আদালতে এবারও বিক্রম নিজেকে নির্দোষ বলেই উল্লেখ করেছেন।