Home দেশ মুম্বই পুরসভার কাছে কী চাইলেন কঙ্গনা?

মুম্বই পুরসভার কাছে কী চাইলেন কঙ্গনা?

by banganews

মুম্বই, ১৬ সেপ্টেম্বর, ২০২০: বৃহন্মুম্বই পুরসভার কাছ থেকে দু কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন কঙ্গনা রানাওয়াত। এই দাবি জানিয়ে বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন তিনি।
তাঁর পিটিশনে মুম্বই প্রশাসনের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করার অভিযোগ তুলেছেন নায়িকা। পালি হিলসের বাংলোর ৪০ শতাংশ ভেঙে দেওয়া হয়েছে। ঝাড়বাতি, বহুমূল্য আসবাব-সহ প্রচুর শিল্পকর্মও নষ্ট করা হয়েছে বলে বম্বে হাই কোর্টে জমা দেওয়া আবেদনপত্রে উল্লেখ করেছেন কঙ্গনা।

আরও পড়ুন রাজ্যে কবে খুলবে স্কুল কলেজ? জেনে নিন কী বললেন শিক্ষামন্ত্রী

প্রসঙ্গত, কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি আগেই জানান, অফিস ভাঙা রুখতে উচ্চ আদালতে তড়িঘড়ি আবেদন করেছিলেন কঙ্গনা। সেই আবেদনে এবার সংশোধনী যোগ করতে চান। মঙ্গলবার বোম্বে হাইকোর্টে ৯২ পাতার নতুন আবেদন জমা দিয়েছেন রিজওয়ান। সেই আবেদনেই নতুন অফিস গড়ে তোলার জন্য বৃহন্মুম্বই পুরসভার কাছ থেকে দু কোটি টাকা চেয়েছেন মনিকর্ণিকা-র নায়িকা।

You may also like

Leave a Reply!