Home দেশ হিসেব নেই অনেক রোগীর, সমীক্ষায় জানাল আইসিএমআর

হিসেব নেই অনেক রোগীর, সমীক্ষায় জানাল আইসিএমআর

by banganews

দিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২০ঃ প্রতিদিন প্রচুর সংখ্যায় করোনা পরীক্ষা হলেও হিসেবের বাইরে থেকে যাচ্ছেন অনেক করোনা রোগীই। এমনটাই তথ্য দিল আইসিএমআর। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, যে সংখ্যক রোগী প্রকাশ্যে আসছে রোগীর প্রকৃত সংখ্যা তার চেয়ে ১০ গুণ বেশি। এবার আইসিএমআরের একটি সমীক্ষা জানাল, প্রতিদিন নিশ্চিত কেসের বাইরে প্রায় ৮০ থেকে ১৩০টি কেস থেকে যাচ্ছে।

আরও পড়ুন সাংসদদের বেতন ৩০% কমানোর বিল পাশ লোকসভায়

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন উপসর্গহীন বা মৃদু উপসর্গ রয়েছে এমন ব্যাক্তিকে পরীক্ষা করা হচ্ছে না বলেই এরা হিসাবের বাইরে চলে যাচ্ছেন। পাশাপাশি অনেক জায়গা রয়েছে যেখানে করোনা পরীক্ষার পরিকাঠামো নেই। সেখানে অনেকে সংক্রামিত হলেও তাঁদের পরীক্ষা হচ্ছে না। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যার সঠিক হিসেব থাকছে না বলেই মনে করছেন আইসিএমআর-এর প্রাক্তন ডিরেক্টর নির্মল গঙ্গোপাধ্যায়।

You may also like

1 comment

Leave a Reply!