TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা

লিবিয়ার পশ্চিমাঞ্চলে ২৬ জন বাংলাদেশী সহ ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে হত্যা করা হলো। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি ৪ জন আফ্রিকান ।
ঘটনায় আরো ১১ জন বাংলাদেশি আহত হয়েছেন। সূত্রের খবর লিবিয়ার এক জন মানবপাচারকারীকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড চালানো হয়।

আর পড়ুন – দু’মাস পরে শুরু হলো অন্তর্দেশীয় বিমান পরিষেবা -জেনে নিন নতুন নিয়ম ।

ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের মানুষ অভিবাসন চায়। এদের মধ্যে বাংলাদেশীদের সংখ্যা চোখে পড়ার মতো।
জাতিসংঘ সমর্থিত লিবিয়া সরকারের পক্ষ থেকে রাজধানী ত্রিপোলিতে জানানো হয়েছে যে একজন মানব পাচারকারীকে হত্যার প্রতিশোধ হিসেবেই এই কাজ করা হয়েছে।প্রসঙ্গত নিহত ঐ ব্যক্তির তাদেরকে লিবিয়ার বাইরে পাঠানোর কাজ শুরু করেছিল।

আরো পড়ুন – এবার গ্যাস বুকিং হোয়াটসঅ্যাপে – বিস্তারিত তথ্য

তেলসমৃদ্ধ আফ্রিকার এই দেশটিতে একসময় জীবন যাত্রার মান বেশ উচ্চমানের ছিল।কিন্তু ২০১১ সালের অক্টোবরে ন্যাটো সমর্থিত বাহিনী লিবিয়ার দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশে বিশৃঙ্খলা লেগেই আছে। এরপর সেখানে ২০১৬ সাল থেকে জাতিসংঘ সমর্থিত একটি সরকার মোতায়েন রয়েছে। গাদ্দাফির পতনের পর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একের পর এক সংঘাত চলেছে।