TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বেলেঘাটা আইডিতে নার্স সহ ২৫ জন কর্মী করোনা আক্রান্ত

এক দিনে ২৫ জন করোনা আক্রান্ত হলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতালে একসঙ্গে এত জন সংক্রামিত হওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা চিকিৎসার অন্যতম প্রধান হাসপাতাল বেলেঘাটা আইডি। এই প্রথম বেলেঘাটা আইডিতে একসঙ্গে এতজন করোনা আক্রান্ত হলেন। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে রয়েছেন সাত জন নার্স। বাকিরা চতুর্থ শ্রেণির কর্মী। অন্যান্য হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হলেও এই হাসপাতালের কর্মীদের এতদিন সংক্রমণ ছুঁতে পারিনি।

আরও পড়ুন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

বেলেঘাটা আইডি সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কয়েক জনকে সেফ হোম ও কয়েক জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার ভোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে এসএসকেএমের এক নার্সের। বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে অনেক স্বাস্থ্যকর্মীই সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন।

আরও পড়ুন স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশ করল আনলক ৩ -এর নির্দেশাবলী

অন্যদিকে, বাংলায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ হাজারের বেশি টেস্ট৷ আক্রান্ত ২ হাজারের বেশি৷ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১০৫ জন৷