Home কলকাতা বেলেঘাটা আইডিতেই সিবিআই-এর কাছে হাজিরা, ছুটি পেলেই গ্রেফতারি এনামুলের

বেলেঘাটা আইডিতেই সিবিআই-এর কাছে হাজিরা, ছুটি পেলেই গ্রেফতারি এনামুলের

by banganews

বেলেঘাটা, ২৪ নভেম্বর, ২০২০ঃ আজ বেলেঘাটা আইডি হাসপাতালে সিবিআই-এর কাছে হাজিরা দিলেন গরু পাচার কান্ডের মাস্টারমাইন্ড এনামুল। করোনা আক্রান্ত হয়ে ১৪ দিন আইসোলেশনে ছিল এনামুল। আজ বেলেঘাটা আইডি হাসপাতালে সিবিআই তলব করে এনামুলকে। তার আদৌও করোনা হয়েছিল কিনা, এখন শারীরিক পরিস্থিতি কেমন তা দেখার জন্য এনামুলকে তলব করা হয়েছে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর অন্তর্বতী জামিনে মুক্ত হয় এনামুল।

আরও পড়ুন এই শীতে সুস্থ থাকার জন্য চাই ভিটামিন সি

তবে অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ার পর করোনার অজুহাতে এনামুল হোম আইসোলেশনে চলে যায়। আজ ১৪ দিন পর সিবিআই তলব করে এনামুলকে। আজ করোনা পরীক্ষা হবে এনামুলের, রিপোর্ট নেগেটিভ এলেই ফের গ্রেফতার করা হবে এনামুলকে, এমনটাই জানিয়েছে সিবিআই। ততক্ষণ পর্যন্ত নজরদারি চালাবে সিবিআই।

You may also like

Leave a Reply!