TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সারা বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৮৭ লক্ষ মানুষ

মার্কিন মুলুকে প্রায় আড়াই লক্ষ সংক্রমিত। মৃত প্রায় এক লক্ষ ২০ হাজার। করোনা ভাইরাস এর উত্পত্তিস্থল চিন, প্রথম থেকেই এই অভিযোগ করছিল আমেরিকা।  প্রাথমিক ধাপ থেকেই চিনকে কাঠগড়ায় তুলছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি, এক জনসভায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসকে কুং ফ্লু বলে তোপ দাগলেন ‌।
এবার আমেরিকার একটি সংস্থা থেকে মুরগির মাংসের আমদানি বন্ধ করলো চিন। বেজিং শহরে নতুন করে করোনার সংক্রমণ ঠেকাতেই নাকি এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।
টাইসন ফুডস নামের ওই মার্কিনি সংস্থার প্যাকেজড , হিমায়িত মুরগির মাংস চিনে আমদানি করা হতো। কিন্তু সম্প্রতি আমেরিকায় অবস্থিত ওই মুরগির মাংসের একটি উত্পাদন কারখানায় করোনা আক্রান্তদের খোঁজ পাওয়া গেছে। এরপরেই তাদের সঙ্গে দ্রুত আমদানি-রফতানি স্থগিত রাখার ঘোষণা করেছে চিন কর্তৃপক্ষ। তবে জানা গেছে এই  ‘ স্থগিতাদেশ ‘ সাময়িক। তবে ওই সংস্থার যেসব ‘ প্রোডাক্ট ‘ ইতিমধ্যেই চিনে পৌঁছেছে তা চিন সরকার বাজেয়াপ্ত করবে।
পাশাপাশি, ওই বেজিং শহরেই একটি পেপসি ফ্যাক্টরি বন্ধ করার নিষেধাজ্ঞা জারি করেছে চিন।
প্রসঙ্গত উল্লেখ্য, বেজিংয়ের একটি পাইকারি বাজার থেকে ফের করোনা আক্রমণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেখানে ২২ জন আক্রান্তদের খোঁজ পাওয়া গেছে।