Home দেশ করোনা আবহে বাড়ছে কড়কনাথের চাহিদা

করোনা আবহে বাড়ছে কড়কনাথের চাহিদা

by banganews

মধ্যপ্রদেশ, ২৯ নভেম্বর, ২০২০ঃ  মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কালো মুগরি বা কড়কনাথ মুরগির ওপর ভরসা রাখছেন মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। আদিবাসী এলাকার এই মুরগির বিক্রি বাড়ছে৷ চাহিদা বাড়ায় উৎপাদন ও বিক্রিতে জোর দিতে চাইছেন সরকারি আধিকারিকরাও৷ এতে পোল্ট্রি ফার্মিং-এ লাভের মুখ দেখবেন বিক্রেতারা৷

আরও পড়ুন ডিসেম্বরেও খুলবে না কলেজ বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট কড়কনাথ নিয়ে যাচ্ছেন পোল্ট্রি ব্যবসায়ীরা৷ নিজেদের এলাকায় গিয়ে এর ব্যবসা শুরু করতে চাইছেন বহু মানুষ৷ কেন এই চাহিদা? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে৷ এর মাংসে ফ্যাট কম, প্রোটিন বেশি রয়েছে৷ যাঁরা হার্টের সমস্যায় ভুগছেন তাঁদের জন্যও খুব উপকারী এই মাংস। গত বছরই এই মাংসের জন্য জিআই অনুমোদন মিলেছে৷ স্থানীয় ভাবে একে কালামাসি বলা হয়৷

You may also like

Leave a Reply!