TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার পরীক্ষা ছাড়াই পাশ ষষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়ারা

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। মার্চ মাস থেকে স্কুলের পঠন পাঠন স্থগিত। অনলাইনে ক্লাস শুরু হলেও সমস্ত ছাত্র-ছাত্রী নানা কারণে যোগ দিতে পারেনি৷ তাই এই বছর পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উঠে যেতে পারবে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণত জানুয়ারি মাস থেকে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হয়। রাজ্য সরকারের এই ঘোষণার পর ছাত্রছাত্রীদের মধ্যে থেকে উৎকণ্ঠা অনেকটা দূর হয়েছে।কিন্তু স্কুল যখন খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস পুরো শেষ করে নতুন ক্লাসের সিলেবাস শুরু হবে৷

 

আগামী জানুয়ারি মাসের মধ্যেই টিকিটের বকেয়া ফেরত – ইন্ডিগো

 

মাধ্যমিক উচ্চমাধ্যমিক এর টেস্ট পরীক্ষা হবে না। মক টেস্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের প্রস্তুত করতে বলা হয়েছে৷ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির সকলকেই পাস করানো হয়৷ কিন্তু মূল্যায়ন ছাড়া কিভাবে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের দশম শ্রেণীতে তোলা হবে সেই নিয়ে প্রশ্ন ছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে যদিও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সূত্রের খবর জুন মাসে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে।