Home বঙ্গ প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালুর প্রস্তুতি রাজ্যের

প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালুর প্রস্তুতি রাজ্যের

by banganews

করোনা আবহে বহুদিন বন্ধ ছিল শিক্ষায়তন। টানা ঊনিশমাস পরে দিনকয়েক আগেই খুলে গেছে স্কুল। চালু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন। তবে এবার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে প্রত্যেক জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

 

এই নির্দেশিকায়, মিড ডে মিল সংক্রান্ত একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে। বলা হয়েছে 3রা ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য সহ এই ফর্মটি অনলাইনে আপলোড করতে হবে। তথ্যসূত্রে জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী 2রা জানুয়ারি থেকে শুরু হবে স্কুলের বাকি ক্লাস।

 

 

প্রসঙ্গত, স্কুলগুলিতে অনলাইন ক্লাস হলেও বহু ছাত্র ছাত্রী নিয়মিত ক্লাস করতে পারেনি। বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট ঠিকঠাকভাবে কাজ না করায় গ্রামাঞ্চলের ছাত্র ছাত্রীরা অনলাইন ক্লাসের শিক্ষা থেকে বঞ্চিত থেকে গেছে।

ওমিক্রনের চিকিৎসা পদ্ধতি নিয়ে কী জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এই পরিস্থিতি আরও বেশিদিন চললে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। তাই এই সিদ্ধান্ত বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।

You may also like

Leave a Reply!