TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সমুদ্র থেকে নদী কোথাও সেভাবে দেখা নেই ইলিশের, সমস্যায় মৎস্যজীবিরা

দীঘা, ০২ সেপ্টেম্বর, ২০২০ঃ ইলিশের মরশুমে দেখা নেই ইলিশের। ফলে সমস্যায় যেমন পড়েছে মৎস্যজীবীদের পরিবার তেমনি খাদ্য রসিক বাঙালি সমুদ্র কিংবা নদীর রুপোলী শস্য থেকে বঞ্চিত। বর্ষার মরশুমে নদী ও সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ইলিশ। কিন্তু এবছর সেই ইলিশের সেভাবে দেখা পাওয়া যায়নি। একদিকে কোভিডের কারনে অর্থনৈতিক সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। রুজি রুটিতে টান ধরেছে সকলের।

আরও পড়ুন আদালত ও বিরোধীদের চাপে পিএম কেয়ার ফান্ড প্রকাশ্যে, তাও সিকিভাগ

তারই মাঝে সমুদ্রের রুপোলী শস্য মৎস্যজীবীদের জালে ধরা না পড়ায় ভীষণ ভাবে চিন্তায় পড়েছে।ইলিশের মরশুমে বাজারে ইলিশের দেখা নেই। যদিও বা কিছু আসছে তার দামও নাগালের বাইরে। এই মরশুমে রূপনারায়ণ নদে যারা ইলিশ ধরে কিছু অর্থের মুখ দেখে সেভাবে ইলিশ না পড়ায় তারা আজ অর্থ সংকটে দিন কাটাচ্ছে। রুপনারায়ন,নদের তিরবর্তী এলাকায় প্রায় ৩৫০ টি পরিবার মছ ধরতে যায় নদে।এটি রুপনারায়ন, হুগলি এবং হলদি নদের সংযোগ স্থল। শুধু নদীতে নয় মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে না ইলিশ। ফলে ইলেশের আশায় দিনগুনছে মৎস্যজীবীদের পরিবার থেকে খাদ্য রসিক বাঙালি।।