Home বঙ্গ এবার জলের দরে বাঙালির পাতে পদ্মার ইলিশ

এবার জলের দরে বাঙালির পাতে পদ্মার ইলিশ

by banganews

বঙ্গ নিউস, ২৯ অক্টোবর, ২০২০ঃ  বাজারে 300 টাকায় মিলছে ইলিশ মাছ! বড় ইলিশ খেতে হলে খরচ সর্বোচ্চ 700 টাকা! সম্প্রতি ফরাক্কায় প্রায় দেড়-দুই টন মাছ ওঠায় বাজারে ইলিশের ছড়াছড়ি।

আরও পড়ুন শিয়রে করোনা, মিস ইন্ডিয়া নিয়ে কর্তৃপক্ষ যা ভাবল

উৎসবের মরশুমে লক্ষ্মীর মুখ দেখবেন মৎস্য ব্যবসায়ীরা৷ প্রতিবছর এ সময়  পদ্মা থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ভারতের বাজারে চলে আসে। এক একটি মাছের ওজন গড়ে আড়াইশো থেকে এক কিলো। মুর্শিাবাদের নিমতিতার কাছে গঙ্গায় মিশেছে পদ্মা। এই মিলনস্থলেই লক্ষ্মীলাভের আশায় মৎস্যজীবীরা।

ভারত-বাংলাদেশ দুই জায়গাতেই প্রজননের মরশুমে ইলিশ ধরা যায়না। ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে।

You may also like

Leave a Reply!