TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কবে আসবে কো-ভ্যাকসিন, জানিয়ে দিল ভারত বায়োটেক

বঙ্গ নিউস, ২৫ অক্টোবর, ২০২০ঃ করোনা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকমহল থেকে বিশেষজ্ঞরা। উৎসবের মরশুমে দিনে দিনে বেড়েই চলেছে সংক্রমণ। ঠান্ডা পরার পর সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কবে করোনা ভ্যাকসিন আসতে পারে তার সম্ভাব্য দিনক্ষণ জানাল ভারত বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে একজোটে কো-ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে ভারত বায়োটেক।

আরও পড়ুন আয়কর রিটার্ন এর সময়সীমা বৃদ্ধি করা হল

আগামী বছরের জুনের মধ্যে বাজারে আসতে পারে করোনার টিকা কো-ভ্যাকসিন, এমনটাই জানালেন ভারত বায়োটেকের কর্তারা। বৃহস্পতিবারই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভারত বায়োটেককে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছে। ভারত বায়োটেক ইন্টারন্যাশানালের ডিরেক্টর সাই প্রসাদ জানিয়েছেন অনুমোদন মিললে জুনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট পাওয়া যাবে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল দেখে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ২৫ টি কেন্দ্রে প্রায় ২৬ হাজার স্বেচ্ছাসেবকের উপর এই ট্রায়াল দেওয়া হবে বলে সূত্রের খবর।