Home দেশ আয়কর রিটার্ন এর সময়সীমা বৃদ্ধি করা হল

আয়কর রিটার্ন এর সময়সীমা বৃদ্ধি করা হল

by banganews

করোনা আবহে করদাতাদের সুবিধার্থে ফের বাড়ানো হলো আয়কর দাখিলের সময়। শনিবার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস এর তরফ থেকে ঘোষণা করা হল 2019-20 অর্থবর্ষে 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

এর আগে মে মাসে আই টি রিটার্ন এর সময় বাড়িয়ে 30 নভেম্বর পর্যন্ত করেছিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে আয়করের অধীনে বিভিন্ন অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ পিছিয়ে 30 ডিসেম্বর এর মধ্যে অডিট রিপোর্ট দেশি ও আন্তর্জাতিক রিপোর্ট জমা দেওয়া যাবে।

সেনা ক্যান্টিনে নিষিদ্ধ হচ্ছে বিদেশী সামগ্রী বিক্রি

যাদের আইটি অ্যাকাউন্ট করার দরকার তাদের জন্য রিটার্ন ফাইল এর সময়সীমা বাড়িয়ে 31 শে জানুয়ারি 2021 করা হয়েছে। 1 লাখ টাকা পর্যন্ত self-assessment ট্যাক্স দেয়ার মেয়াদেই অর্থবর্ষে পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর 31 জানুয়ারির মধ্যে ট্যাক্স জমা দিলেই হবে। টুইটারে জানানো হয়েছে অর্থনীতি খুব একটা স্বস্তিদায়ক পর্যায়ে নেই। তাই এই কঠিন পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You may also like

Leave a Reply!