TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা সংক্রমণের আশঙ্কায় ভূমি পুজোয় থাকবেন না উমা ভারতী

মধ্যপ্রদেশ, ৩ অগাস্ট, ২০২০ : রাম মন্দিরের ভূমিপুজোর জন্য উত্তরপ্রদেশের অযোধ্যায় গেলেও মূল অনুষ্ঠানে যোগ দেবেন না মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সরযূ নদীর তীরে থাকবেন তিনি। দেশজোড়া অতিমারী পরিস্থিতিতে নিজের সুরক্ষার জন্যই মাহেন্দ্রক্ষণে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন দিল্লিতে নামী রেস্তোরাঁর খাবারে মরা টিকটিকি

রাম মন্দির আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে অন্যতম তিনি। প্রবীণ নেত্রী নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন, ভোপাল থেকে অযোধ্যায় যাবেন তিনি। কিন্তু বহু মানুষের সমাগমে সংক্রমণের সম্ভাবনা এড়াতে পবিত্র সরযূর নদীর তীর থেকেই অনুষ্ঠান উপভোগ করবেন।

আগামী ৫ অগাস্ট প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আমন্ত্রণপত্রসমবেত দর্শনার্থীদের মধ্যে ১ লক্ষ লাড্ডু বিতরণ করা হবে ওই দিন।

আরও পড়ুন  কোভিড পজিটিভ তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত

উমা ভারতী জানিয়েছেন, অমিত শাহ সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা যেভাবে কোভিড পজিটিভ চিহ্নিত হচ্ছেন, তাতে তিনি শঙ্কিত। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত উমার।