উওরপ্রদেশ, ৭ ই অগাস্ট,২০২০ : মসজিদ উদ্বোধনে যেতে পারবেন না, কারণ তিনি হিন্দু। এই মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অার এই মন্তব্যের পর সমাজবাদী পার্টির সমালোচনার মুখে পড়লেন তিনি। যোগীর ওই মন্ত্যবকে তীব্র সমালোচনা করে অখিলেশের মন্তব্য রাজ্যবাসীর কাছে আদিত্যনাথের ক্ষমা চাওয়া উচিত।
আরও পড়ুন ‘নয়া শিক্ষানীতি কার্যকর হলেই পূরণ হবে দেশবাসীর প্রত্যাশা’, দাবি মোদির
অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের রাজকীয় অনুষ্ঠানের পরে যোগী মন্তব্য করে বসলেন হিন্দু হওয়ার দরুন তিনি মসজিদের উদ্বোধনে যেতে পারবেন না। তার কথাটি উদ্ধৃত করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, রাজ্যবাসীর কাছে যোগী আদিত্যনাথের ক্ষমা ভিক্ষা করা উচিত। সেদিন সাংবাদিকরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মন্দিরের পাশাপাশি মসজিদ উদ্বোধন নিয়েও প্রশ্ন করলে তার জবাবে যোগী জানান, রাজ্যের জন নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোনো ধর্ম নিয়ে তার ব্যক্তিগত আপত্তি নেই কিন্তু একজন যোগী হিসেবে মসজিদ উদ্বোধনে যাওয়া তার জন্য অশোভন।
মসজিদ সম্পর্কিত সাংবাদিকদের করা আরও প্রশ্নের উত্তরে তিনি জানান এক্ষেত্রে বাদী, বিবাদী কোনো পক্ষেই তিনি নেই। এমনকি নিশ্চয়তার সঙ্গে এ দাবিও তোলেন যে মুখ্যমন্ত্রী হলেও তাকে মসজিদ উদ্বোধনের অনুষ্ঠানে কোনোভাবে আমন্ত্রণ করা হবে না। তার কথায়, “যেদিন মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হব, সেদিন বহু ধ্বজাধারী ধর্মনিরপেক্ষ মানুষের মনে আঘাত লাগবে।” তিনি বলেন, ”নীরবে যাতে রাজ্যের প্রতিটি মানুষ সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারে সেটুকুই দেখা আমার দায়িত্ব এবং নিজের দায়িত্ব পালনে আমি বৈষম্য করব না।”
আরও পড়ুন কয়লাখনি নিয়ে অসন্তোষ তীব্র, ১৮ অগাস্ট ধর্মঘট
এই সাংবাদিক বৈঠকেই কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন যে কংগ্রেস কোনোদিনও রামমন্দির বিতর্কের সমাধান চায়নি। তারা রাজনৈতিক স্বার্থে ইস্যুটিকে বাঁচিয়ে রেখেছিল মাত্র। সেই রাজ্যের কংগ্রেস মুখপাত্র লালন কুমার যোগীর মন্তব্যের প্রত্যুত্তরে বলেন রাজীব গান্ধীই বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিলেন। ইতিহাস বিস্মৃত বিজেপি ভুয়ো হিন্দুত্বে বিশ্বাসী।