TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাংলার ৪ কেন্দ্রেই গণনায় একতরফা লিড তৃণমূলের

আজ দেশের ৩টি লোকসভা ও ২৯ বিধানসভার ভোটগণনা হচ্ছে।  ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে। ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা ও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে৷ বাংলার ৪ কেন্দ্রেই গণনায় একতরফা লিড তৃণমূলের।  উড়ছে সবুজ আবির।

দাদরা ও নগর হাভেলি, মধ্যপ্রদেসের খাণ্ডোয়া ও হিমাচল প্রদেশের মান্ডি এই ৩ লোকসভা কেন্দ্রে
উপনির্বাচন হয়েছে৷  ২৯টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।  তার মধ্যে রাজ্যের চারটি কেন্দ্র রয়েছে।

ধনতেরাসের দিন  আসতে শুরু করেছে নির্বাচনের এক-একটি রাউন্ডের ফল।  এগিয়ে থাকা দলগুলির উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে৷
কিন্তু উচ্ছ্বাসের মাঝে করোনাবিধি মানতে হবে  সেই বিষয়ে সতর্ক করল কমিশন। স্পষ্ট জানিয়ে দিল, ‘ফল ঘোষণার পর বিজয় মিছিল করা যাবে না। সার্টিফিকেট নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি নয়’

বাজি পোড়ানোতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

আজ পশ্চিমবঙ্গ ছাড়াও ১২ রাজ্যে ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫ আসনে ভোট। আসামে ৫ টি আসনে এবং  মধ্যপ্রদেশের ৩ টি আসনে তেলেঙ্গানা, দাদরা নগর হাভেলিতে এগিয়ে বিজেপি।হিমাচলের মান্ডি, মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় এগিয়ে বিজেপি।

রাজস্থান এবং কর্ণাটকে  এগিয়ে কংগ্রেস। কর্ণাটকের সিন্দগিতে এগিয়ে বিজেপি, হাঙ্গলে এগিয়ে কংগ্রেস। তেলঙ্গানার হুজুরাবাদে এগিয়ে টিআরএস।