TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সরকারের সমস্ত প্রশ্নের জবাব দিল টিকটক

দিল্লি, ২৯ জুলাই, ২০২০: সরকারের তরফে দেওয়া সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে টিকটক। সূত্রের খবর, আজ সংস্থার কর্মীদের একথা জানিয়েছে টিকটক ইন্ডিয়ার হেড নিখিল গান্ধি। পাশাপাশি কর্মীদের আরও একবার আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, নিয়ম মত সঠিক সময়ে বোনাস দেওয়া হবে। কাউকে ছাঁটাই করা হবে না।

আরও পড়ুন সাইবার হুমকি, আইনি পদক্ষেপের পথে করণ জোহর

ভারত সরকারের পাঠানো ৭৭ টি প্রশ্নের উত্তর দিয়ে টিকটক ভিডিও-র তরফে আবারও জানানো হল, তারা ব্যবহারকারীদের কোনও তথ্য ফাঁস করেনি কোথাও। নিষিদ্ধ হওয়া চিনা অ্যাপের মধ্যে জনপ্রিয়তম এই টিকটক ভিডিও-র বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ শুধু ভারতের নয়। আমেরিকাও গলা মিলিয়েছে আগেই। তবে ভারতের প্রশ্নের জবাবে এ দেশে টিকটক ভিডিও-র দায়িত্বে থাকা সংবাদজগতের নামী মুখ নিখিল গান্ধি তাঁর সংস্থার মন্ত্রগুপ্তির বিষয়টিকে আরও একবার নিশ্চিত করলেন বলে খবর।

আরও পড়ুন দেবের উদ্যোগে হাসপাতালে বেড পেলেন করোনা আক্রান্ত

টিকটক ভিডিও-র ভারতীয় বিভাগের প্রধান নিখিল গান্ধি তাঁর টিমকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন বলে সূত্রের খবর। ভারতে খুব শীঘ্র আবার তাঁদের কাজ শুরু হওয়া নিয়ে প্রত্যয়ী তিনি। টিকটক সূত্রে জানা যাচ্ছে, ভারত সরকারের পাঠানো যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার পর সরকারি আধিকারিকের সঙ্গে অতি সত্বর একটি বৈঠকের আশায় আছেন নিখিল গান্ধি।