TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আনিসের বাড়িতে সিট, চরমে গ্রামবাসীদের বিক্ষোভ

উত্তাল আমতা। মঙ্গলবার আনিস খানের মৃত্যুর তদন্তে তাঁর বাড়িতে যাওয়ার পরই সিটের সদস্যদের ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আনিসের মৃত্যুর তদন্তে সোমবারই সিট তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে মঙ্গলবার হাওড়ায় আমতায় আনিস খানের বাড়িতে যায় সিট। হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বেশ কিছুদিন ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি।

আনিসের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, বেশ কিছু ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মী, আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে এবং কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরাকে।

নতুন পেনশন প্রকল্পের প্রস্তাব আনছে ইপিএফও

সূত্রের খবর, আনিস খানের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবারই আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে ভবানীভবনে তলব করেছেন সিট-এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।