TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

২ লক্ষ টাকার সাবান, জেনে নিন কেন এতো দাম

স্নানের অপরিহার্য অঙ্গ সাবান। নানান গন্ধের, নানান দামের সাবান পাওয়া যায় বাজারে। ৪০, ৫০ টাকা দামের সাবান বা খুব বেশি হলে ২০০ টাকা দামের সাবানের কথা শুনেছেন। কিন্তু সাবানের দাম ২ লাখ টাকার বেশি? কখনও শুনেছেন এমন কথা?

অবাক করার মতো হলেও সত্যি। লেবাননের ত্রিপোলিতে তৈরি হয় এই সাবান। লেবাননের একটি পরিবার তৈরি এই বহুমূল্য সাবান। নাম খান আল সাবুন। ২০১৩-তে প্রথম বানানো হয় খান আল সাবুন। বিলাসবহুল এই সাবান ছাড়াও ত্বকের প্রসাধনী এবং সুগন্ধিও বানায় বাদার হাসেনের পরিবার।

মমতার নেপাল সফরে বাধা কেন্দ্রের

হাসানের পরিবার সূত্রে জানা গেছে, এই সাবান তৈরিতে ব্যবহার করা হয় ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়ো, তিন গ্রাম হিরের গুঁড়ো, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি। সাবান তৈরি করতে সময় লাগে ৬ মাস। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ এই দোকানটিতেই পাওয়া যায় এই সাবান।