TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দেশের এই ব্যাঙ্ক বন্ধ হতে চলেছে, কীভাবে ফেরত পাবেন টাকা?

বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে মহারাষ্ট্রের জনতা সরকারি ব্যাংকের সমস্ত শাখা বন্ধ করে দেওয়া হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে স্পষ্ট লিখেছে ব্যাংক রেগুলেশন অ্যাক্ট 1949 অনুযায়ী ব্যাংকের হাতে যে নূন্যতম মূলধন থাকা উচিত তা এই ব্যাংকের নেই। ভবিষ্যতে এই ব্যাঙ্কের রোজগার করার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই ব্যাঙ্ক চালিয়ে নিয়ে যাওয়া মানে জনস্বার্থে আঘাত হানা৷ তাই সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় কৃষকরা, মিলল না সমাধানসূত্র

লাইসেন্স বাতিল করার পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কর্পোরেশন কমিশনার এর দায়িত্বশীল ব্যক্তিদের৷ ৭ ডিসেম্বরের পর থেকে এই ব্যাঙ্কের সমস্ত কার্যক্রম বন্ধ করার জন্য কর্পোরেশন কমিশনার এবং রেজিস্টার সোসাইটির পক্ষ থেকে লোক নিয়োগ করেছে আরবিআই