TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বৃষ্টির সম্ভাবনা নেই, সুখবর দিল হাওয়া অফিস

নিম্নচাপের গতি পরিবর্তন হয়েছে আগেই। আজ মহানবমীর আকাশে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে মেঘ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রভাব লক্ষ করা যাবে, আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে। সপ্তমীর বিকেল থেকেই আবহাওয়া গতি পরিবর্তন করেছে। কালও বৃষ্টি হয়নি। আজ নবমীতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শক্তিশালী নিম্নচাপ গতি পরিবর্তন করে বাংলাদেশে ঘুরে গেছে। তবে উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন মহেশতলার আকড়া কৃষ্ণনগর ভ্রাতৃসংঘের পুজো এবার ৮২তম বর্ষে

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রোদ বিরাজ করলেও রাতের দিকে আকাশ আবছা থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।