কলকাতা, ১১ অগাস্ট ২০২০ : আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আদ্রর্তার পরিমাণ বাড়বে। ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। ঘনীভূত নিম্নচাপ সরে গিয়েছে মধ্যপ্রদেশের দিকে। ওড়িশা ও অন্ধ্র উপকূলে তৈরি হয়ে ছত্তিশগড় পেরিয়ে মধ্যপ্রদেশের দিকে বাঁক নিয়েছে নিম্নচাপটি। ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।
আরও পড়ুন : আইপিএল টাইটেল স্পনসরশিপ দৌড়ে এগিয়ে পতঞ্জলি
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার সকাল থেকেই আকাশে রোদ ঝলমলে। যদিও মঙ্গলবারও সামান্য বৃষ্টিপাতের আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তবে বুধবার থেকে আর বৃষ্টির পূর্বাভাস নেই।