বঙ্গ নিউস, ১৮ নভেম্বর, ২০২০ঃ ঘুর্ণাবর্তের কারণে শীতের বদলে তাপমাত্রার পারদ বেড়ে গেছে, স্বল্প গরমও অনুভব হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী শুক্রবার থেকে দক্ষিণববঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা , পূর্ব মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে সঙ্গেই নামবে তাপমাত্রার পারদ। সকালের দিকে ও রাতের দিকে ঠান্ডা লাগলেও বাকি সময় হালকা গরম অনুভব হচ্ছে। হাওয়া অফিসের ধারণা বৃষ্টি হলেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে।
আরও পড়ুন সোনু সুদকে বিরল সম্মান দিল নির্বাচন কমিশন
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়াবিদদের মতে আজ রাতের দিকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।