TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কাঁচা পাটের দাম বেঁধে দিল রাজ্য

বঙ্গ নিউস, ২৮ নভেম্বর, ২০২০ঃ  কাঁচা পাটের মাত্রাছাড়া দামের জন্য দুর্দশার মধ্যে পড়েছে চটশিল্প। এই পরিস্থিতিতে কোনও ভাবেই কুইন্টাল প্রতি ৬০০০ টাকার দাম নেওয়া যাবে না। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে চটশিল্পের জন্য গঠিত মন্ত্রিগোষ্ঠীর জরুরি বৈঠকে।

মাসের শুরুতে রাজ্যে কাঁচা পাটের দাম ছিল প্রতি কুইন্টালে ৬০০০ টাকা। দাম নিয়ন্ত্রণ ও জোগান বাড়াতে তা মজুতের পরিমাণ করা হয় ৫০০ কুইন্টাল। পাট উৎপাদক জেলাগুলোতে তল্লাশি শুরু হয়। বেআইনি মজুতের কারণে কাঁচা পাটের দাম বাড়ায় বস্তার উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যা সমাধানে রাজ্যকে আইজেএমএ বৈঠক ডাকতে বলে৷

আরও পড়ুন মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দুর প্রথম সভা মহিষাদলে

এ দিন বৈঠকে ছিলেন মন্ত্রিগোষ্ঠীর চেয়ারম্যান তথা রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র, শ্রমমন্ত্রী মলয় ঘটক, জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী, আইজেএমএ এবং পাট ব্যবসায়ীদের সংগঠন জুট বেলার্স অ্যাসোসিয়েশনের (জেবিএ) সদস্যেরা।

গত ক’মাসে লাগাতার বেড়েছে পাটের দাম। টান পড়েছে কাঁচা পাটের জোগানে। বেআইনি মজুতের অভিযোগ উঠেছে৷
বৈঠকে ঠিক হল
• পাটের দাম রাখতে হবে ৬০০০ টাকার নীচে।
• স্বাভাবিক পাট কেনাবেচা শুরু করতে হবে।
• কাঁচা পাট মজুত নিয়ে নির্দেশ বহাল।

সূত্রের খবর, ১৪ ডিসেম্বর পরবর্তী বৈঠক হতে পারে। আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক না-হলে সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলেও বৈঠকে বার্তা দেওয়া হয়েছে।