TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

প্যাংগং লেকের দক্ষিণাংশের দখল নিল ভারতীয় সেনা, পিছু হটল লাল ফৌজ

নয়াদিল্লি,১ সেপ্টেম্বর, ২০২০ : গত মাসের ৩০ তারিখ, প্যাংগং লেকের দক্ষিণে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে প্রায় ২০০ চিনা সৈনিক। ভারতীয় বাহিনীর তৎপরতায় সেই আগ্রাসন প্রতিহত হয়। হ্রদের দক্ষিণে পাহাড়ি অঞ্চলগুলির দখল নেয় ভারতীয় সেনা, বেগতিক বুঝে পিছু হটতে বাধ্য হয় লালফৌজ।
চিন সীমান্তে সবরকম আগ্রাসনের অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন ভারতে এখনও বাঁচোয়া, বাকি বিশ্বে করোনাজয়ীরা গভীর সংকটে

গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দফায় দফায় সামরিক কম্যান্ডার স্তরের বৈঠক হলেও মেলেনি সমাধান সূত্র। চিনের শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার মেজর জেনারেল লিউ লিন এবং ভারতীয় সেনার ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ সেনা অপসারণে রাজি হলেও ফের চিন সেনার হামলায় ক্ষুব্ধ নয়াদিল্লি। তাই আগে থেকে প্যাংগংয়ের কৌশলগত উঁচু জায়গার দখল নিয়েছে ভারতীয় সেনা।

আজ সন্ধ্যায় সীমান্ত সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হল নয়াদিল্লিতে। এতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনার শীর্ষ আধিকারিকরা

আরও পড়ুন মেকআপ শিল্পীর কোভিড, হোম কোয়ারেন্টিনে সোহিনী

প্রসঙ্গত ৪,২৭০ মিটার উচ্চতায় অবস্থিত প্যাংগং টিএসও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১৩৫ কিলোমিটারের এই এলাকার দখল নিতে মরিয়া বেইজিং। দক্ষিণ ভাগে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা
৪৫ কিলোমিটার পাহাড়ি এলাকায় টহল দিচ্ছে ভারতীয় বাহিনী।