TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সপ্তাহের শুরুতেই বিশাল পতন সেনসেক্সের

করোনা আবহে বাজারে  গত সপ্তাহের পর এই সপ্তাহে সেনসেক্স আরও নিম্নমুখী। সোমবার বাজার খুলতেই সেনসেক্স ১২০০ পয়েন্টের বেশি নেমে গিয়েছে। ওমিক্রন নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত৷  তার প্রভাব পড়ছে শেয়ারবাজারে৷  এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন।

সেনসেক্স ৫৬ হাজারের নিচে নেমে গিয়েছে।
নিফটি তিনশো পয়েন্টের বেশি পড়ে গেছে৷ ১৭ হাজারের অনেকটা নিচে নেমে গিয়েছে নিফটি৷
বাজাজ ফিনান্স, টাটা স্টিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এনটিপিসি, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের পতন সর্বাধিক বলে জানা গিয়েছে। অন্যদিকে সান ফার্মা গোষ্ঠীর শেয়ার নিজেদের অবস্থান বজায় রেখেছে৷

 

বাচ্চাদের জন্য কবে আসছে ভ্যাস্কিন?

বিদেশি বিনিয়োগকারীরা বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, রাষ্ট্রীয় ব্যাঙ্ক নিয়ে বিনিয়গের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন৷ তবে এই নেতিবাচক অবস্থা খুব বেশি দিন থাকবে না বলেই মনে করা হচ্ছে।  ওমিক্রন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ালেও এখনও পর্যন্ত তা মারাত্মক প্রাণঘাতী নয়, তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি বাজারের এই আর্থিক মন্দা কেটে যাবে৷