বঙ্গ নিউস, ৪ ডিসেম্বর, ২০২০ঃ অর্থনীতি নিয়ে আশার আলো দেখাল রির্জাভ ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষে জিডিপি সংকোচনের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা শুক্রবার বদলে ফেলল রির্জাভ ব্যাঙ্ক। চলতি বছরে ৯.৫ শতাংশ না হলেও ৭.৫ শতাংশ জিডিপি সংকুচিত হতে পারে বলে ধারনা কেন্দ্রীয় ব্যাঙ্কের। এই ঘোষণার পরই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। সেই সঙ্গে সেনসেক্স পেরোলো ৪৫ হাজার পয়েন্টের গণ্ডি।
আরও পড়ুন গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেলেন একজন ভারতীয়
আজ রির্জাভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাসের মানিটারি পলিসি ঘোষনার পরই চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার। এক ধাক্কায় ৩৫০ পয়েন্ট বাড়ে সেনসেক্স এর। লকডাউন পর্বে সেনসেক্স নেমে গিয়েছিল ২৫ হাজারের কোটায়। সেখান থেকে কয়েকমাসের ব্যবধানে এতটা বৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। রির্জাভ ব্যাঙ্কের গর্ভনরের ঘোষণা অনুযায়ী চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেই অর্থনীতির উন্নতি হবে। ০.১ শতাংশ হলেও বাড়বে জিডিপি। এছাড়াও শক্তিকান্ত দাস জানিয়েছেন আরও এক ত্রৈমাসিকের জন্য রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হল। অর্থাৎ, আরও তিনমাসের জন্য রেপো রেট থাকছে ৪ শতাংশই।